গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাটিকুমরা গ্রামের একটি বাঁশবাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সাদিয়ার পরিবার দাবি করছে, স্বর্ণের কানের দুলের লোভে চম্পা বেগম (২৫) নামের এক নারী প্রতিবেশী শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেছেন। আজ (বুধবার, ১৩ নভেম্বর) সকালে অভিযুক্ত সেই নারীকে আটক করেছে পুলিশ।
নিহত সাদিয়া খাতুন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের বাবর আলী বাবুর মেয়ে। সাদিয়ার পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘শিশুটিকে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত বাড়িতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দিনভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার পরিবার। রাত ১২টার দিকে মসজিদের পাশের বাগানে তার মরদেহের খোঁজ মেলে। পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’
ওসি বাবলুর রহমান আরো জানান, স্বর্ণের কানের দুলের লোভে প্রতিবেশী ফুপু চম্পা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে নিহতের পরিবারের ধারণা করছে। সকালে ডিবি পুলিশ যশোর পৌরশহরের দড়াটানা ভৈরব চত্বর থেকে চম্পাকে আটক করা হয়। চম্পা ওই গ্রামের আনিছুর রহমানের মেয়ে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।