বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই দেশের কৃষি, বস্ত্র ও ওষুধের ক্ষেত্রে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এমন চুক্তি ও সমঝোতা স্মারকের কাজ ত্বরান্বিত করা উচিত বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।
এ সম্মেলনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরাও মিশর সফর করবেন বলে তিনি আশা প্রকাশ করেন । প্রধান উপদেষ্টা বলেন, 'সম্মেলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কগুলো আরও ভালো হবে।'
আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ শীর্ষ সম্মেলনে অন্তত পাঁচটি দেশের সরকারপ্রধান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন জানিয়েছেন রাষ্ট্রদূত ওমর ফাহমি।