অপরাধ ও আদালত
দেশে এখন
0

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রুল শুনানিতে পক্ষভুক্ত হলেন মির্জা ফখরুল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে জারি করা রুল শুনানিতে পক্ষভুক্ত হওয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মির্জা ফখরুলকে পক্ষভুক্ত করে আদেশ দেন।

সোমবার (২৮ অক্টোবর) বিএনপি মহাসচিব পঞ্চদশ সংশোধনী বাতিল করার রুলের শুনানিতে বিএনপির আইনি ব্যাখ্যা দেয়ার জন্য পক্ষভুক্ত হতে আবেদন করেন।

গত ১৯ আগস্ট সুনাগরিকের জন্য সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক রিটটি দায়ের করেন।

ওই রিট আমলে নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য রুল জারি করেন করেন হাইকোর্ট।

২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর