দেশে এখন
0

১৫ দিনের আল্টিমেটাম দিয়ে চাকরি জাতীয়করণের আন্দোলন স্থগিত

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চলমান আন্দোলন-অবরোধ স্থগিত করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। আজ (শনিবার, ১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় তারা।

আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক নিয়োগ ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে এবং বয়সসীমা শিথিল করে চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মহাসমাবেশের ডাক দেয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্তরা। এছাড়া ২০১৮ সালের আউটসোর্সিং নীতিমালা বাতিলেরও দাবি তাদের।

দাবি আদায়ে আজ সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত কয়েক হাজার হাজার কর্মী। এলজিইডি, ওয়াসা, সচিবালয়, রাজউক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বহু সরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এ বিক্ষোভে অংশ নেন।

এক পর্যায়ে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ জানায়, দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয়। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কমিটির মাধ্যমে দাবি বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার কাজ শুরু করবে বলে জানা গেছে। আলোচনার পর আপাতত আজকের কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত কর্মচারীরা।

বিক্ষোভের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ শেষে আন্দোলন স্থগিত করার পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এএইচ