হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিতদের সাথে কথা বলার পর মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এসময় তার সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে যারা এ দেশের নাগরিক তাদের সকলেরই সমান অধিকার। এ কথা যেন আমরা নিশ্চিত করি। শুধু কিতাবে লিখে গেলে হবে না।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এরকম সমাজ চায় না বলেই ছাত্র-জনতা তাদের জীবন দিয়েছে। এবং নতুন বাংলাদেশ সৃষ্টি করার স্বপ্ন নিয়ে এ যাত্রা শুরু করেছে। আমরা এ স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই। এটা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘সরকার এমন সমাজ চায় না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে এমন দেশ চায় সরকার।’