দেশে এখন
0

আগারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্যের প্রদর্শনী

আগারগাঁওয়ে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের বিষয়ে জনসচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রদর্শনী চলছে। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) রাজধানীর পরিবেশ অধিদপ্তরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের দিনব্যাপী প্রদর্শনী চলছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রদর্শনীর উদ্বোধন করে ঘুরে দেখেন। পরে এক সেমিনারে অংশ নেন। সেখানে তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধের কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি।’

তবে পহেলা ডিসেম্বর থেকে সচিবালয়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ বন্ধ করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সিদ্ধান্তের বাস্তবায়নটা পর্যায়ক্রমিক হবে। আমরা পহেলা অক্টোবর থেকে সুপার শপে যে কথাগুলো বলেছি এটা কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। এটা এমনিতেই হওয়ার কথা।’

তিনি বলেন, ‘এখন আমরা বাস্তবায়নের প্রক্রিয়াটা ত্বরান্বিত করছি। আমাদের একটা ইচ্ছা আছে ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করবো। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন, কাঁটা চামচ, প্লেট এগুলো নিয়ে কিন্তু এখনও দেশে নিষেধাজ্ঞা নেই। আমরা এটার ওপর কাজ করছি । এটা যারা প্রস্তুত করে তাদের সাথে কথা বলবো।’

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর