দেশে এখন
1

দু'পক্ষের দ্বন্দ্বে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা ভন্ডুল

সাতক্ষীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার অংশ হিসেবে সাতক্ষীরায় কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠান ভন্ডুল হয়েছে। ছাত্রদের দু’পক্ষের দ্বন্দ্বে এই সভা করতে পারেনি সমন্বয়করা।

আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

এসময় ছাত্রদের এক পক্ষ মঞ্চে উঠে মাইক হাতে বলতে শুরু করেন, সাতক্ষীরায় আন্দোলন শুরু হওয়ার পর থেকে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সাতক্ষীরা জেলায় কোনো বৈষম্য চলবে না। যেসব ভাইয়েরা ঢাকা থেকে এসেছেন, আপনারা আমাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছেন। আজকের প্রোগ্রাম আমরা হতে দেবো না, অবিলম্বে আপনারা এই স্থান ছেড়ে চলে যান। এসময় অপর পক্ষের সাথে দ্বন্দ্বে জড়ায় তারা।

মুহূর্তেই অডিটোরিয়ামটি উত্তাল হয়ে ওঠে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর