দেশে এখন
0

কাল থেকে সব হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু

আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশের সব হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু হবে। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ এ কথা জানান। এছাড়া সীমিত আকারে ইনডোর সেবা চালুর কথাও জানানো হয়েছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগের পরিষেবা চালু থাকবে। তবে জরুরি বিভাগ আগের মতোই চালু থাকবে।

এর আগে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে গত রোববার (১ সেপ্টেম্বরে) দুপুরে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা।

কর্মবিরতির মধ্যে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন জানান নার্সিং স্টাফরাও।

গত শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন।

এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। জরুরি সেবা বন্ধ থাকায় দুর্বিপাকে রোগী এবং স্বজনেরা। সেদিন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপরই শাটডাউনের সিদ্ধান্ত থেকে সরে আসেন চিকিৎসকরা।

tech