দেশে এখন
0

বন্যার্তদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনে জমা পড়েছে ১০০ কোটি টাকা

বন্যার্তদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা জমা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কর্ণধার ও ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। আজ (শুক্রবার, ৩০ আগস্ট) কেন্দ্রীয় ত্রাণ ভান্ডারের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কে এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘বিপুল পরিমাণ জমা হওয়া অর্থ বন্যা কবলিত এলাকায় বাস স্থান নির্মাণ, খাদ্য, কৃষি চিকিৎসা,  খাল খননের কাজে ব্যয় হবে।’

ঊম্মাহর স্বার্থে কাজ করবে আস সুন্নাহ ফাউন্ডেশন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী দুই তিন দিনের মধ্যে ২ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।’

পাশাপাশি এই দানের টাকা বন্যা কবলিত এলাকার মানুষের মঙ্গল হয় এমন কাজ করে দৃষ্টান্ত স্থাপন করা হবেও বলে জানান তিনি।

তিন বলেন, ‘আজ রাতেই ২৫ ট্রাক পণ্য নিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর এলাকায় রওনা হবে আস সুন্নাহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।’

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর