দেশে এখন
0

অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দক্ষিণ কোরিয়ার

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র বলেন, ‘কোরিয়ান সরকার আশা করে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আত্মপ্রকাশের মাধ্যমে দেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমরা কাজ করার জন্য উন্মুখ। অন্তর্বর্তী সরকার কোরিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদার করবে এবং আমাদের অংশীদারত্বকে এগিয়ে নেবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ৫ আগস্ট (সোমবার) প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করবে বলেও জানান। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গভবনে শপথ গ্রহণ করে।

tech