দেশে এখন
0

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান শান্তিকামী চিকিৎসকদের

স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলন এবং দেশকে সহিংসতার দিকে ঠেলে না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। আজ (শনিবার, ৩ আগস্ট) এক শান্তি সমাবেশে এ আহ্বান জানান তারা।

সকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সাম্প্রতিক সহিংসতা , সরকারি স্থাপনায় হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এক শান্তি সমাবেশে এই দাবি করা হয়।

চিকিৎসকেরা বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হলেও তাদের ব্যবহার করে তৃতীয় একটি মহল দেশে সহিংসতা শুরু করেছে। তারা দাবি করেন পরিকল্পিত ভাবে দেশকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

এসময় সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে ভর করে একটি মহল সরকার পতনের চেষ্টা করছে। এসময় দেশকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানায় চিকিৎসকেরা।

 

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর