দেশে এখন
0

১৩ দিন পর ঘুরলো ট্রেনের চাকা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জেরে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় দুই সপ্তাহ। ১৩ দিন পর আজ (বৃহস্পতিবার, ১ আগস্ট) থেকে স্বল্প পরিসরে চলাচল শুরু করেছে শুধু লোকাল ও কমিউটার ট্রেন।

কোটা আন্দোলন ও দেশজুড়ে কারফিউ জারির প্রেক্ষিতে গত ১৮ জুলাই বন্ধ হয়ে যায় সারাদেশের সাথে ঢাকার রেলপথের যোগাযোগ। ১৩ দিন পর আবার স্বল্প পরিসরের এ যাত্রায় চলছে ঢাকা থেকে মাত্র ৪টি কমিউটার ট্রেন। দেওয়ানগঞ্জ কমিউটার, তুরাগ কমিউটার, তিতাস কমিউটার ও জামালপুর কমিউটার ট্রেন। কারফিউ শিথিল থাকার সময় পর্যন্ত যাতায়াত করবে ট্রেনগুলো।

আজ সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল অনেকটাই শুনশান ও যাত্রীশূন্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে যাত্রী সংখ্যা। সকাল ৭টা ও ৭টা ২০ মিনিটে স্টেশন থেকে যথাক্রমে দেওয়ানগঞ্জ কমিউটার ও তুরাগ কমিউটার ট্রেন ছেড়ে যায়। সেই ট্রেনে যাত্রী সংখ্যা ছিল কম।

এরপর ১০টার অল্প কিছু সময় পর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় তিতাস কমিউটার ট্রেন। তবে, অন্যান্য দিনের মতো ভিড় নেই স্টেশনে। অনেকটাই যাত্রীশূন্য স্টেশন এলাকা। ট্রেনের কামড়াগুলোও ফাঁকা রয়েছে।

অন্যান্য সময় এই লোকাল ট্রেনগুলোতে অনেক ভিড় থাকে, দাঁড়িয়ে যেতে হয়, কিন্তু আজকে সেই ভিড় নেই বলে জানিয়েছেন যাত্রীরা।

তবে, ধীরে ধীরে যাত্রীদের আনাগোনা বাড়ছে স্টেশনে। যেসব ট্রেন ছাড়তে এক থেকে দেড় ঘণ্টা দেরি করে আজ সেসব ট্রেন ঠিক সময়েই ছেড়ে গেছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, যাত্রী চাপ কম থাকলেও নির্দিষ্ট সময়েই ছেড়ে গেছে ট্রেনগুলো। নিরাপদ ছিল যাত্রাপথ।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, '১৩ দিন পর স্বল্প পরিসরে ঘুরেছে রেলের চাকা। সকাল থেকে এখন পর্যন্ত ৩টি লোকাল কমিউটার ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ঢাকায় প্রবেশ করেছে একটি ট্রেন। সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।'

এদিকে, চট্টগ্রাম থেকে ঢাকাসহ তিনটি রুটে তিনটি ট্রেন চলছে। সেখানেও স্টেশনে দেখা যায় প্রায় একই চিত্র। তিনটি রুটে তিনটি ট্রেন ছেড়ে গেলেও যাত্রীচাপ কম।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর