'মাছে ভাতে বাঙালি' এই প্রবাদের যথার্থতা মেলে দেশবাসীর খাদ্যাভাসে। এমনকি মাছ উৎপাদনেও বিশ্বে ৫ম স্থানে বাংলাদেশ।
প্রতিবছরের মতো জুলাইয়ের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সপ্তাহের উদ্বোধনের সময় মৎস্যখাতে অবদান রাখার জন্য ২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রীর বক্তব্যে সাম্প্রতিক সহিংসতার কথাও উঠে আসে। এ সময় বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সমাধান হয়ে যাওয়া বিষয়টি নিয়ে যারা সহিংসতায় জড়ালেন, দেশের ভাবমূর্তি নষ্ট করলেন, কী লাভ হলো তাদের সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
এ ঘটনার তদন্তে গঠিত কমিশনে জাতিসংঘের সহযোগিতা, প্রয়োজনে বিদেশি প্রতিনিধি রাখার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।’ আন্তর্জাতিকভাবে সুষ্ঠু তদন্ত করতে সরকারের আন্তরিকতার কথাও জানান সরকার প্রধান।
এদিকে গভীর সমুদ্রে মৎস্য আহরণে গতি আনতে জাপান ও মালয়েশিয়ার সাথে সরকার আলোচনা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
আগামীতে মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে দেশের অর্থনীতি সমৃদ্ধ ও তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।