দেশে এখন
0

আজ রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা-কফিন মিছিল

নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নিহত শিক্ষার্থীদের জন্য আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

গতকাল (মঙ্গলবার, ১৬ জুলাই) রাত ১২টার পরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (মঙ্গলবার) হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার দুপুর ২টায় রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর রাজধানীসহ সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে সারাদেশে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন ও ঢাকায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে আরও একজনের মৃত্যু হয়েছে সংঘর্ষে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর