বিমানবন্দরে অবতরণের পর বেইজিংয়ের সেইন্ট রেজিস হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে চার দিনের রাষ্ট্রীয় সফরে সকাল ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফরের মাধ্যমে দু'দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বে উন্নতির আশা করা হচ্ছে।
সকালে বিমানবন্দরে সরকারপ্রধানকে বিদায় জানান মন্ত্রী, তিন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
সরকারপ্রধানের সফরে দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গুরুত্ব পারে অবকাঠামো উন্নয়নসহ ব্যবসা বাণিজ্যের নানা দিক।
৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে বেইজিং সফর করেছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফরে গিয়েছেন। দু’দেশ আগামী বছর প্রথম কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।