দেশে এখন
0

প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থসহায়তা দেয়ার আহ্বান

প্রধানমন্ত্রীর ট্রাস্ট ফান্ডে বিত্তবানদের অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করাই সরকারের লক্ষ্য।

আজ (সোমবার, ২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'হীরার টুকরো কুড়িয়ে আনার লক্ষ্যে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এ সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।'

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত ও দক্ষ নাগরিক হয়ে গড়ে উঠবে আজকের শিক্ষার্থীরা। সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ প্রতিষ্ঠা করে দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, 'সরকারের নানামুখী উদ্যোগে স্কুল থেকে শিক্ষার্থী ঝরেপড়া কমে গেছে। বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়। প্রকল্পভিত্তিক সব বৃত্তি এক প্লাটফর্মে নিয়ে আসতে হবে। মেধাবীরা যেন দেশের উন্নয়নে কাজে কাজে লাগে।'

মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের ৬৩ লাখ অসচ্ছল শিক্ষার্থীকে ডিজিটাল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ১শ' ১৬ কোটি টাকার এককালীন উপবৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১১ সালে গঠিত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে প্রতিবছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দিচ্ছে সরকার।

দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেয়া হয়, মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে।

এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে ২ লাখ টাকার চেক এবং স্নাতক পর্যায়ে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ও ৩ লাখ টাকার চেক।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর