ধর্ম
দেশে এখন
0

শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে গেলেন ৪১৯ জন

শুরু হলো হজযাত্রা। প্রথম দিনের প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৯ জন হজযাত্রী।

বৃহস্পতিবার (৯ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। স্থানীয় সময় সকাল ১১.৩০ টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায় প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৩০১)। প্রথম দিনের প্রথম ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ৪১৯ জন যাত্রী।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এসময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস দেন।

হজযাত্রীরা বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২৫৭ জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করছেন।

পরে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল- খোয়ামী, জেদ্দা বিমানবন্দরের সিইও ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, সৌদি পাসপোর্ট অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল ফয়সাল আল রাজি, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে হজযাত্রীদের আবারও স্বাগত জানান।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ই জুন হজের দিন। তাই ১০ জুন পর্যন্ত চলবে হজযাত্রী পরিবহন করবে বিমান। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন হাজীরা।

এসএস