বুধবার (২৭ মার্চ) অনলাইনে আয়োজিত 'অসংক্রামক রোগ মোকাবেলায় বাজেট বরাদ্দ: বাংলাদেশ প্রেক্ষিত' শীর্ষক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ উঠে এসেছে।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) সহযোগিতায় প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) কর্মশালাটির আয়োজন করে।
এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার হাইপারটেনশন কন্ট্রোল বিষয়ক প্রোগ্রামের সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা। কর্মশালায় বলা হয়, দেশে মোট মৃত্যুর ৭০ শতাংশই বিভিন্ন অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অন্যতম। তবে এসব রোগ মোকাবিলার জন্য মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ বরাদ্দ দেয়া হয়। যা খুবই কম বলে উল্লেখ করেন বক্তারা।
তারা বলেন, ২০৩০ সালের মধ্যে অসংক্রামক রোগে অকাল মৃত্যুর পরিমাণ এক তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্যসহ অসংক্রামক রোগ মোকাবেলায় সরকারের কিছু নীতিগত বাধ্যবাধকতা রয়েছে। যা পূরণ করতে এ খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন। বিশেষ করে উচ্চ রক্তচাপ মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত কমিউনিটি ক্লিনিক থেকে এ রোগের ওষুধ দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে।