পতাকা, রাষ্ট্রের মুক্তি ও সার্বভৌমত্বের প্রতীক, স্বাধীনতার সর্বোচ্চ অহংকার। মার্চ মাস আমাদের গর্বের মাস।
এ মাসেই বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। এ মাসেই আমরা স্বাধীনতা অর্জন করি। এ মাসটি বাঙালির জন্য আবেগের মাসও বলা হয়।
১৯৭১ সালের মার্চে শুরু হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে। ১ মার্চ ‘নিউক্লিয়াস’-এর আদেশে এ পরিষদ গঠন হলে ২ মার্চ বেলা এগারোটায় ছাত্রলীগ ও ডাকসু আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় লাখো ছাত্র-জনতার সমাবেশ ঘটে। সমাবেশের সভাপতিত্ব করেন নুরে আলম সিদ্দিকী।
উপস্থিত ছাত্রদের সামনে তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সম্মুখে বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
বাংলাদেশের মানচিত্র খচিত ওই পতাকা উত্তোলনের মাধ্যমে ঔপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যু ঘটে।
জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও সরকারি বিধিমালা অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলন সবার নৈতিক দায়িত্ব বলছেন বিশিষ্টজনেরা।