দেশে এখন
0

আজ পুরোপুরি বন্ধ পোস্তগোলা সেতু

৮ মার্চের মধ্যে শেষ হবে সংস্কার কাজ

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২ টা থেকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২ টা পর্যন্ত পোস্তগোলা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আরও চারদিন কোনো গাড়ি চলবে না এ সেতুতে।

সেতুর প্রবেশমুখে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে বিকল্প পথ বাবুবাজার ব্রিজের উদ্দেশ্যে। শুধুমাত্র পায়ে হেঁটে যারা যাচ্ছে, তাদেরই প্রবেশ করতে দেয়া হচ্ছে। সব যানবাহনকে নিয়ন্ত্রণ করতে পোস্তগোলা সেতুতে ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে।

আজকের পর ২৬ ফেব্রুয়ারি ও ১, ৪, ৮ মার্চও সবধরণের যান চলাচল বন্ধ থাকবে। তবে ৮ মার্চ পর্যন্ত বাকি দিনগুলোতে ভারী যান চলাচল বন্ধ থাকলেও, হালকা যানবাহন চলবে।

৮ মার্চের মধ্যে সংস্কার কাজ শেষ হবে জানিয়ে সড়ক ও জনপদ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. নাজমুল হক জানান, 'আজ (শনিবার) লোড ম্যানেজমেন্টের কাজ করা হচ্ছে। ক্যাপাসিটি চেক করা হচ্ছে। সিডিউল অনুযায়ী সব কাজ হচ্ছে।'

জনগনের যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সড়ক ও জনপদ বিভাগ বলছে, সাধারণ মানুষ সচেতন হলে, আগে থেকে প্রস্তুতি নিয়ে বের হলে তাদের কোনো সমস্যা হবে না।

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পোস্তগোলা সেতু সংস্কারের কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি। সেতু বন্ধ থাকা দিনগুলোতে পোস্তগোলা সেতু ব্যবহারকারী সকল যানবাহনকে বাবুবাজার সেতু ও পাটুরিয়া ঘাট ব্যবহারে উৎসাহিত করছে সড়ক ও জনপদ বিভাগ।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর