রোববার (২৮ জানুয়ারি) সকালে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার বাসভবনে এক মতবিনিময় সভা শেষে এ কথা জানান।
এছাড়া জাতীয় পার্টি কোনভাবে ক্ষতিগ্রস্ত হোক এটা আমি হতে দেবো না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আর কেউ পার্টি ছেড়ে চলে যাবে, তা আমি থাকতে হবে না।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তাদের ভূমিকা ক্ষতিগ্রস্ত করেছে। পার্টিতে বিভ্রান্তি করে ক্ষতি করা হয়েছে। ভোটের মাঠে প্রার্থীরা তাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া তাদের সহায়তা না করে বহিষ্কার করা হয়েছে।
এদিকে দুপুরে বনানীস্থ কার্যালয়ে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনি এরকম কোন সিদ্ধান্ত নিতে পারেন না। তার এই সিদ্ধান্তে আমাদের কোন প্রতিক্রিয়া নেই। আমরা এসব আমলে নিচ্ছি না।
তিনি আরও জানান, রওশন এরশাদের অলংকারী পদের বিরুদ্ধে আমরা কোন ব্যবস্থা নেবো না।