গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল থেকে বঙ্গভবনে একে একে প্রবেশ করেন ডাক পাওয়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। আর সন্ধ্যা ৭টার আগে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ গ্রহণের পর তাদের দায়িত্ব বণ্টন করা হয়। যেখানে বেশকিছু মন্ত্রণালয়ে রদবদল আসে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রের দায়িত্ব পান ড. হাছান মাহমুদ, সমাজ কল্যাণে ডা. দীপু মনি, পরিকল্পনায় আব্দুস সালাম, বেসামরিক বিমান পরিবহনে দায়িত্ব পান কর্নেল ফারুক খান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পান জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদে আব্দুর রহমান, শিক্ষায় মহিবুল হাসান চৌধুরী আর তথ্য প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত।
তবে অনেকেই আগের মন্ত্রণালয়ে বহাল আছেন। এই তালিকায় আছেন ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল, আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তাজুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদারসহ বেশ কয়েকজন মন্ত্রী। এবার অনেক মন্ত্রণালয়ে দেয়া হয়নি একাধিক মন্ত্রী।
এবার নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আসে। বিদায়ী মন্ত্রিসভার অনেকেই স্থান পাননি। আর প্রথমবারের মতো ১৪ জন যুক্ত হয়েছেন।