বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব যশোরের ফুলের বাজারেও পড়েছিল। তবে এবার ফুলের ভালো দাম পাচ্ছেন চাষিরা।
ফুল চাষিরা বলেন, বাজারে গত দুই বছর ফুলের দাম ভালো ছিল না। এবার ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে।
ইতোমধ্যে যশোরের ফুল ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পৌঁছেছে। আর দাম নিয়েও সন্তুষ্ট ক্রেতা-বিক্রেতারা।
ফুল বিক্রেতারা বলেন, ফুল বেচাকেনা করে আমাদের লাভ হচ্ছে। আর অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে ফুলের চাহিদাও বেশি।
গত ৩ দিনে গদখালীর বাজারে অন্তত তিন কোটি টাকার ফুল বিক্রি করেছেন চাষিরা। ফুলের ভালো দাম পেয়ে ক্ষতি কাটিয়ে উঠার আশা করছেন ব্যবসায়ীরা।
গদখালী ফুলচাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে সামনের মাসগুলোতে ফুলের বেচাকেনা আরও বাড়বে। এতে করে কয়েকশ’ কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা করছি।’
সারাদেশের ফুলের মোট চাহিদার ৬০ শতাংশ পূরণ করে গদখালীর বাজার। আর কৃষি বিভাগের তথ্য মতে, যশোরে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১১ ধরনের ফুলের চাষ হয়।