দেশে এখন
0

জাতীয় দিবসের মর্যাদা পাবে বুদ্ধিজীবী দিবস : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

খুব শিগগিরই বুদ্ধিজীবী দিবস জাতীয় দিবসের মর্যাদা পাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সকালে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরির বিষয়ে আমাদের মিটিং হয়েছে। আশা করছি, আগামী ২৬ মার্চের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এখন আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।'

বধ্যভূমি প্রাঙ্গনে ভোর থেকেই মানুষের ঢল নামে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণা দেখা যায়। এ সময় সাংস্কৃতিক কর্মী ও শিক্ষাবিদরা বুদ্ধিজীবীদের হারানোর অপূরণীয় ক্ষতির কথা বলেন।