কৃষি
দেশে এখন
0

কুষ্টিয়ায় আমনের ফলন কম, দুশ্চিন্তায় কৃষক

অভিজিৎ শান্ত
কুষ্টিয়া

৮৯ হাজার হেক্টর জমিতে আমনের চাষ

কুষ্টিয়ার বিস্তীর্ণ ফসলের মাঠগুলোতে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সোনালী এই ধান খুশির উপলক্ষ্য হয়নি সবার কাছে। কারণ অনেক খেতেই পোকার আক্রমনে কমেছে ফলন। সঙ্গে কৃষকের দুশ্চিন্তা বাড়িয়েছে উৎপাদন খরচ বৃদ্ধি। প্রতিবিঘা জমিতে ৮-১০ হাজার টাকা খরচ হলেও তা তুলে আনা কঠিন হবে বলে মনে করছেন অনেকে। কৃষি কর্মকর্তাদের সহযোগিতার ঘাটতির অভিযোগও রয়েছে তাদের।

কৃষকরা বলেন, পোকায় ধান শেষ করে দিয়েছে। কৃষি অফিসাররা শুধু চেয়ারে বসে বড় বড় লেকচার দেয়। কোনোদিন মাঠে এসে আমাদের জিজ্ঞাসাও করেনি কোন সার ব্যবহার করছি, আর কোনটা ব্যবহার করা উচিত।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ বলেন, 'ধানের উন্নত জাত বিতরণের পাশাপাশি কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করেছি। তাই সার,কীটনাশক ও তেলের মূল্য বৃদ্ধি পেলেও ধান বিক্রি করে কৃষকরা লোকসানে পড়বেন না।'

চলতি মৌসুমে কুষ্টিয়ায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে বলে জানায় জেলা কৃষি কার্যালয়। এ বছর জেলায় প্রায় ৮৯ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর