দেশে এখন
0

নোয়াখালীতে ধানের বীজতলায় পানি, ক্ষতিগ্রস্ত কৃষকরা

নোয়াখালী

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর চাটখিল উপজেলার ধানের বীজতলায় এখনও পানি জমে আছে।

এতে করে চলতি ইরি-বোরো মৌসুমের চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বাধ্য হয়ে বাড়ির উঠান ও সবজির ক্ষেতে বীজ বপন করেছেন কেউ কেউ।

কৃষকরা বলেন, বৃষ্টির পানিতে সব বীজতলায় পানি জমে চারাগাছ নষ্ট হয়ে গেছে। এখনও বেশিরভাগ জমি দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে আছে। ১০ থেকে ১২ দিন পর পানি নেমে গেলে বীজ বপন করতে পারবেন বলে আশা করছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, উপজেলায় এখন পর্যন্ত তিন হেক্টর জমিতে বীজ বপণ করা হয়েছে। এরমধ্যে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় এক হেক্টর জমির ক্ষতি হয়েছে।

চাটখিল উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গাজী সাইদুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে। যেখান থেকে ৫ হাজার কৃষককে বিনামূল্যে হাইব্রিড ও উফশী জাতের ধানের বীজ দেওয়া হবে। এছাড়া সারও দেয়া হবে’।

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর