পোশাকের বিক্রি বেড়েছে রাজধানীর শপিংমল-বিপণিবিতানে

বাজার
0

ঈদ এগিয়ে আসায় রাজধানীর শপিংমল-বিপণিবিতানে নারী-শিশুর পাশাপাশি পুরুষের পোশাকের বিক্রি বেড়েছে। আবহাওয়া বিবেচনায় এবার বেশি বিক্রি হচ্ছে সুতি পোশাক। বিক্রেতারা বলছেন, ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবি ও পোলো টিশার্টের চাহিদা বেশি।

ঈদ আনন্দ উদযাপনে অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। তাইতো নতুনভাবে সাজানো হয়েছে শপিংমল আর বিপণিবিতান। শুভেচ্ছা কার্ড দিয়ে ক্রেতাদের স্বাগতও জানাচ্ছেন অনেক বিক্রেতা।

রাজধানীর ব্রান্ডের দোকানগুলোতে এরই মধ্যে পুরুষের পোশাকের বিক্রি বেড়েছে। ছেলেদের পছন্দের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, ফর্মাল-ক্যাজুয়াল শার্ট-প্যান্ট, জিন্স ও পোলো টি শার্ট।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘ঈদে এখনকার মতো একটা শার্ট ও একটা টি-শার্ট কিনলাম। এরপর পাঞ্জাবি ও পাজামা কিনবো।’

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘পাঞ্জাবি, হাফ শার্ট, ফর্মাল ফুল শার্ট,পোলো শার্ট, ক্যাজুয়াল ফুল শার্ট, প্যান্ট এগুলো মোটামুটি সবই ভালো সেল হচ্ছে।’

গত বছরের তুলনায় এবছর পুরুষের পোশাকের দাম বেশি বলে অভিযোগ অনেক ক্রেতার। তবে বিক্রেতাদের দাবি, কাপড়ের গুণগত মান ও নকশায় মিলিয়ে সাধ্যের মধ্যেই রয়েছে দাম।

ক্রেতাদের একজন বলেন, ‘সুতি কাপড়ই পছন্দ করছি কেননা গরম পড়ছে। আর দাম গতবারের তুলনায় এবার কিছুটা বেশিই মনে হচ্ছে।’

একজন বিক্রেতা বলেন, ‘কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। ক্রেতাদের কথা মাথায় রেখে আমাদের কোম্পানি সবসময়ই ভালো জিনিসগুলো এনে থাকে এবং এবারো আনা হয়েছে।’

বিক্রেতারা বলছেন, গরমের কথা চিন্তা করে হালকা নকশার সুতি কাপড় তুলেছেন তারা।

এই বিষয়ে একজন বিক্রেতা বলেন, ‘সামনে যেহেতু গরম পড়ছে, আমরা আমাদের সংগ্রহে সুতি কাপড়গুলোই রাখছি, ক্রেতারাও কিনছেন ভালোই।’

সামনের দিনগুলোতে আরও ভালো বেচাবিক্রির প্রত্যাশা বিক্রেতাদের।

এসএইচ