নরসিংদীর বাবুরহাটে জমে উঠেছে ঈদের কেনাবেচা

এখন জনপদে
বাজার
0

আসন্ন ঈদকে ঘিরে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার, নরসিংদীর শেখেরচর বাবুরহাট। প্রতিহাটে লেনদেন হচ্ছে গড়ে ৫ হাজার কোটি টাকা। তবে, দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ফেলেছে এ বাজারেও।

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর লেনদেনে ভাটা পড়ে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে। একসময় যেখানে হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হতো, সেখানে লেনদেন নেমে আসে চার ভাগের এক ভাগে।

তবে আসন্ন ঈদ ঘিরে আবারও চাঙ্গা হয়েছে এই বাজার। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার চট্টগ্রাম, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ছুটে আসছেন কাপড় কিনতে। বিক্রি হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড়সহ বিভিন্ন পণ্য। তবে দাম বেড়েছে গড়ে ৫ শতাংশ, যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে পাইকার ও ক্রেতাদের জন্য।

ব্যবসায়ীদের মধ্যে একজন বলেন, ‘বেচাকেনা যে রকম হওয়ার কথা সে রকম হয়নি।’

আরেকজন বলেন, ‘দাম বাড়ার কারণে কিছুটা প্রভাব পড়েছে। যারা আগে ৩টা কিনতো তারা এখন একটা কিনছে।’

সম্প্রতি, ছিনতাই ও ডাকাতিসহ দেশের অভ্যন্তরে নানাবিধ উদ্বেগজনক পরিস্থিতির প্রভাব পড়েছে এখানেও । বর্তমানে লেনদেন ভালো হলেও সেটি কতদিন টেকসই হবে তা নিয়ে শঙ্কায় আছেন বিক্রেতারা। আড়তদাররা জানাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘আমরা যে পণ্যগুলো বিক্রি করি, সেগুলোর মধ্যে কিছু পণ্যের দাম বেড়েছে আবার কিছু পণ্যের দাম আগের মতোই আছে।’

ঈদ উপলক্ষ্যে কেনা-বেচা দ্বিগুণ হয়েছে বলে জানান বাবুরহাট বণিক সমিতি।

বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন বলেন, ‘প্রায় ২ হাজার থেকে ৩ হাজার কোটি টাকা প্রতি সপ্তাহেই বেচাকেনা হয়। যদি বাজার একটু ভালো যায় তাহলে ৪ হাজার কোটি থেকে ৫ হাজার কোটি টাকা পর্যন্ত বেচাকেনা হয়।’

এই বাজারে ছোটবড় মিলিয়ে দোকান রয়েছে ৫ হাজারের বেশি । রমজানের ১ সপ্তাহ আগে শুরু হয়ে ঈদের ১ সপ্তাহ আগ পর্যন্ত এখানে চলে ঈদের কেনা-বেচা।


এসএইচ