গতকাল (বৃহস্পতিবার, ১৩ জুন) হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি। টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ব্যালিস্টিক ও নেভাল মিসাইল এবং ড্রোন ব্যবহার করে হামলাগুলো চালানো হয়।
গাজায় আগ্রাসন বন্ধের লক্ষ্যে প্রায় আট মাস ধরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে ইসরাইলকে বাধ্য করতেও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।