ইসরাইলি বোমায় আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত নিহত

এশিয়া
বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় গাজায় গত একদিনে নিহত হয়েছে অন্তত ৬১ জন ফিলিস্তিনি। ইসরাইলি বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত।

এদিকে, গাজায় গণমাধ্যম কর্মীদের হত্যার ঘটনায় হামাসকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে চলছে ইসরাইলি সামরিক বাহিনীর স্থল অভিযান। তাদের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালও।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির শেষে নতুন করে ইসরাইলি হামলায় এক সপ্তাহে প্রাণ হারিয়েছে ৭৩০ জন ফিলিস্তিনি।

এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে গাজা থেকে নিজেদের কর্মী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। কর্মীদের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তবে গাজায় ত্রাণ ও অন্যান্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

এসএইচ