এশিয়া
বিদেশে এখন
0

নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল করাচি শহর

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরাইল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচি। গতকাল (রোববার, ২৯ সেপ্টেম্বর) মার্কিন কনস্যুলেট ঘেরাও দেয়ার চেষ্টায় বাধা দেয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দেশটির বিক্ষুব্ধ জনতা।


ইটপাটকেল ছোড়াছুড়ি করায় বেশ কয়েকজন আহত হওয়ায় উত্তাপ আরও ছাড়িয়ে পড়ে। হিজবুল্লাহর পতাকা ও নাসরাল্লাহ'র পোস্টার হাতে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে আরও বেশি করে স্লোগান দিতে থাকেন তারা।

জানা গেছে, দেশটির ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিস ওয়াহাদাতুল মুসলিমীনের অন্তত ৩ হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। সহিংস আচরণকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এফশি

এই সম্পর্কিত অন্যান্য খবর