বিদেশে এখন
0

তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বিদ্রোহীদের সংঘর্ষে শতাধিক নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সমর্থিত বিভিন্ন গোষ্ঠী ও সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন।

গেল দুই দিনে দেশটির উত্তরাঞ্চলে সংঘাতে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সিরিয়ার মানবিজ শহরের আশপাশের কয়েকটি গ্রামে গেল দুই দিনের সংঘাতে ১০১ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তুরস্ক সমর্থিত গোষ্ঠীর ৮৫ সদস্য ও কুর্দি-সংখ্যাগরিষ্ঠ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের ১৬ সদস্য রয়েছেন।

স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পরপরই উত্তর সিরিয়ায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীগুলো আবারও এসডিএফের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।

তুরস্ক সমর্থিত সশস্ত্র বাহিনী এসডিএফের কাছ থেকে উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজ এবং তাল রিফাত শহরের দখল নেয়।

তখন থেকে উত্তর সিরিয়ায় প্রায় প্রতিদিনই চলছে সংঘাত।

ইএ