যুদ্ধ ও যাত্রীবাহী উড়োজাহাজ মার্কিন নির্মাতা কোম্পানি বোয়িং সম্প্রতি নাম লিখিয়েছে মহাকাশযান নির্মাণে। তাদের নির্মিত স্টারলাইনার নভোযান গেল ৫ জুন প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে যাত্রা করে। এতে অংশ নেন বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস নামে দুই মার্কিন নভোচারী।
কিন্তু মাত্র আট দিনের অভিযানে গিয়ে মহাকাশ স্টেশনে আটকা পড়েছেন দুই মাসেরও বেশি সময়। এটি একটি পরীক্ষামূলক মিশন ছিল। এবার তাদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা।
নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ‘উইলমোর ও সুনিতা এই দুই নভোচারীকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। স্টারলাইনার ক্রু ছাড়াই ফিরে আসবে।’
মূলত বোয়িং স্টারলাইনার মহাকাশযানে বড়সর ত্রুটি ধরা পড়ে। হিলিয়াম লিক হওয়ায় পৃথিবীতে ফেরার ঝুঁকি তৈরি হয়। সম্প্রতি একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের সময় সেটি জোরে ধাক্কা খেয়ে আগুন ধরে যেতে পারে।
এখন স্পেসএক্সের মহাকাশযানে করে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তবে সময় লাগবে আরও ৬ মাসেরও বেশি।