এখন ভোট
দেশে এখন
0

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৮ মে) সকালে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানায় সংস্থাটি।

এতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল (২৯ মে) উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে 'ইন এইড টু সিভিল পাওয়ার' এর আওতায় আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এর আগে ৮ মে প্রথম ধাপে ও ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর