এখন ভোট
0

নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে শুক্র-শনিবার ব্যাংক খোলা

নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে ছুটির দিনেও খোলা রাখা হয়েছে ব্যাংকগুলো। তবে সীমিত কর্মকর্তা নিয়ে নির্দিষ্ট কিছু শাখায় চলছে লেনদেন কার্যক্রম।

শুধু নির্বাচন সংশ্লিষ্ট কাজের প্রয়োজনেই আর্থিক লেনদেন সেবা পাচ্ছেন গ্রাহকরা। কালকে একই কারণে খোলা থাকবে তফসিলি ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা।

নির্বাচন সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় আর্থিক লেনদেনের সুবিধার্থে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগের দুই ছুটির দিনেও সব তফসিলি ব্যাংক সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের। তাই অন্যান্য কর্মদিবসের মতোই শুক্রবারও খোলা রাখা হয়েছে ব্যাংকগুলো।

শুক্রবার (৫ জানুয়ারি) মতিঝিলের ব্যাংকপাড়ায় গিয়ে খোলা পাওয়া যায় বেশকিছু ব্যাংকের শাখা। তবে প্রধান ফটক বন্ধ রেখে ভেতরে চলছে কার্যক্রম। রাজধানীর অন্যান্য এলাকায় শাখাগুলো বন্ধ থাকায় মতিঝিলমুখী হচ্ছেন গ্রাহকরাও।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নির্বাচন সংশ্লিষ্ট সুনির্দিষ্ট গ্রাহকের বাইরে লেনদেনের সুযোগ দিচ্ছেন না তারা। সীমিত কর্মকর্তা নিয়ে প্রয়োজনীয় কিছু শাখা শুক্র ও শনি দু'দিন ভাগ করে চলবে কার্যক্রম।

এদিকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাংকগুলোতে চলছে কার্যক্রম। নির্বাচন সংশ্লিষ্ট কাজের বাইরে রেমিট্যান্স কিংবা জরুরি কাজেও সেবা দিচ্ছে কিছু ব্যাংক। আসছেন গ্রাহকও।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, নির্বাচন সংশ্লিষ্ট গ্রাহক উপস্থিতি কম। তবে, অন্যান্য কাজের জন্য আসছেন গ্রাহকরা। তাই সীমিত জনবল নিয়ে যতটুকু সম্ভব সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।

যেসব কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদেরকে এই দু'দিন কোনো ধরনের ব্যাংকিং কাজের সম্পৃক্ততা না করার নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের।