শুক্রবার (৮ ডিসেম্বর) ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্তি দিবস উপলক্ষে একটি আলোচনা সভা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেখানে যাওয়ার আগে শিল্পমন্ত্রীর একান্ত সচিব এফ. এম. মাহমুদ কিরন স্বাক্ষরিত ভ্রমণসূচি জারি করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসক রিটার্নিং অফিসার তাকে আগেই জানিয়ে দিয়েছিলেন, এমন কিছু করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হতে পারে। তবুও তিনি আলোচনা সভায় যান এবং সেখানে জনসভায় পরিণত হয়। ভোট গ্রহণের ৩ সপ্তাহ আগে প্রচারণা চালান যা নির্বাচনী আচরণের পরিপন্থী। এজন্য আগামী ১৫ ডিসেম্বর দুপুর ৩ টায় আমির হোসেন আমুকে ডেকে পাঠিয়েছে কমিশন।
অপরদিকে একই কারণে ঢাকা-৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী বাহাউদ্দীন নাছিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
নাছিম বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর শান্তিনগর, শাহজাহানপুর ও আরামবাগে তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী নিয়ে স্থানীয় নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন। এবং বিভিন্ন জায়গায় অসংখ্য পোস্টার ও ব্যানার লাগিয়েছেন। ১০ ডিসেম্বর দুপুর ৩টায় তাকে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন।