বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রেকর্ড পরিমাণে স্বর্ণ কিনছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে স্বর্ণের দর রেকর্ড ২ হাজার ৩০০ ডলারে পৌঁছাবে। কারণ বছরের শেষার্ধে ফেডারেল রিজার্ভ কমাতে পারে সুদহার।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে, ২০২৪ সালের শেষার্ধে আরও বাড়বে স্বর্ণ কেনার পরিমাণ। গেলো এক দশকে স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা দেশ চীন ও রাশিয়া।
অন্যদিকে বাংলাদেশে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।
গত মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ মূল্য নির্ধারণ করে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।