অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান

দেশে এখন
অপরাধ ও আদালত
0

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৮ আগস্ট) দুপুরে তাকে নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার আইন সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।

এর আগে গতকাল বুধবার পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সেদিন সকালে রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ব্যক্তিগত কারণের কথা জানিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

tech