দেশে এখন
0

আন্তঃসীমান্ত নদী রক্ষায় নেত্রকোণায় প্রত্যাশা সংলাপ

আন্তঃসীমান্ত নদী রক্ষায় নেত্রকোণায় প্রত্যাশা নামক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ অক্টোবর) দুপুরে শহরের মোক্তারপাড়া প্রেসক্লাবের হলরুমে সংলাপের আয়োজন করে বারসিক ও হাওর বাঁচাও আন্দোলন।

নেত্রকোণা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি লেখক সাংবাদিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান।

সংলাপ অনুষ্ঠানে আন্তঃসীমান্ত নদীর নানাবিধ সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সংলাপে বক্তব্য রাখেন চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ, লেখক মো. আনোয়ার হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি অধ্যাপক কনক পণ্ডিত, বারসিকের পরিচালক পাভেল পার্থ, নেত্রকোণার প্রাণবৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, সেভ দ্য অ্যানিমেলস অফ সুসংয়ের রিফাত আহমেদ রাসেল ও শিক্ষক শামীম তালুকদার প্রমুখ।

এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন নদী বাঁচাও সংগঠনের নেতাকর্মী যুবক সমাজ অংশ নেয়। বর্তমান ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণ তুলে ধরা হয় সংলাপে।

আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে সোমেশ্বরী নদীর নাম উঠে আসে। পাহাড়ি নদীগুলোকে কোনোভাবেই বণ্টন করা উচিত নয় উল্লেখ করে বক্তারা বলেন, পানি নিয়ে রাজনীতি হচ্ছে। আর এই রাজনীতির শিকার যেন আমাদের এই বাংলাদেশ না হয়। তাই বর্তমান সরকারের সময়ে আন্তঃসীমান্ত নদীর সকল সমস্যাসহ দেশের নদীগুলো দখল মুক্ত করার দাবি জানানো হয়।

আলোচনায় বারসিকের পরিচালক পাভেল পার্থ নদী বিষয়ে বিশদ আলোচনা করেন। প্রবন্ধ পাঠের পর মুক্ত আলোচনায় ওঠে আসা দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার প্রস্তাব রাখেন বক্তারা।

এছাড়াও ভারত অভিন্ন আন্তঃসীমান্ত নদীতে বাঁধ দিয়ে একদিকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে, অপরদিকে পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের উপর পানির আগ্রাসন চালাচ্ছে বলেও জানান বক্তারা।

এএইচ