পরিবেশ ও জলবায়ু , ইউরোপ
বিদেশে এখন
0

পর্তুগালের মাদেইরা অঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল

পর্তুগালের মাদেইরা অঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দুই শতাধিক দমকলকর্মী।

গত ১৪ আগস্ট রিবেরা ব্রাভা নামক এক গ্রাম থেকে এই দাবানল শুরু হয়। বর্তমানে দাবানলের তিনটি ফ্রন্টলাইন তৈরি হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। পর্তুগালের এই দ্বীপাঞ্চলদিতে আড়াই লাখ মানুষের বসবাস। ঝুঁকি বিবেচনায় জারি রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

এদিকে দমকলকর্মী ও স্বেচ্ছাসেবকদের চেষ্টায় তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থায় বাসিন্দাদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর