বাইক হেলমেট মূলত ৩ ধরনের হয়ে থাকে। সব ধরনের হেলমেটই আরামদায়ক ও যেকোন ধরনের দুর্ঘটনা থেকে মাথার সুরক্ষার জন্য তৈরি করা হয়।
সাধারণ হেলমেট: বিনোদন, কম্পিউটার, রোড এবং মাউন্টেন রাইডারদের জন্য একটি লাভজনক হেলমেট। এ হেলমেট স্কেটারস ও স্কেট বোর্ড খেলোয়াড়দের কাছে জনপ্রিয়। সূর্য থেকে চোখ রক্ষার জন্য এই হেলমেটে ভিসরস যুক্ত থাকে।
রোড-বাইক হেলমেট: এই ধরনের হেলমেট ওজনে হালকা, স্বাভাবিক বায়ু চলাচল এবং অতি মনোরঞ্জিত নকশাকৃত। এতে ভিসরস বসানো থাকে, যা হেলমেটের ওজন কমিয়ে রাখে।
মাউন্টেন-বাইক হেলমেট: কমগতিতে ভালো মুক্ত বায়ুর জন্য এ ধরনের হেলমেট ডিজাইন করা হয়ে থাকে। এটি ভিসরস দ্বারা পৃথক, মাথার সুরক্ষার জন্য পিছনের দিকে উন্নত শক্তিশালী ডিজাইন রয়েছে। মাউন্টেন অতিক্রম করার জন্য এই ধরনের হেলমেট নিরাপদ। এগুলোর কিছু ডিজাইন পুরো মুখমণ্ডল সুরক্ষার জন্য করা হয়ে থাকে।
হেলমেটের দাম সাইজ, ব্র্যান্ড ও ফিচার অনুযায়ী উঠানামা করে। প্রতিটি হেলমেট ১১০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পাওয়া যায়।