পরিষেবা
অর্থনীতি
0

নতুন সূচিতে ছুটছে মেট্রোরেল

আজ থেকে নতুন সূচিতে ছুটছে মেট্রোরেল। পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন ছাড়ায় অনেকটাই স্বস্তিতে যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করছে। ট্রেনের হেডওয়ে বা আসার সময় কমানোতে অন্তত ৪৫ হাজার যাত্রী পরিবহন করা যাবে।

সাপ্তাহিক কর্মদিবসগুলোতে মেট্রোরেলে যাত্রীচাপ এখন নিত্যদিনের চিত্র। সড়কের ভোগান্তি থেকে বাঁচতে রাজধানীবাসীর ভরসা এখন মেট্রোরেল। অফিস শুরুর আগে আর ছুটি শেষে ভিড় বাড়ে বহুগুণ। ট্রেনে ভিড় করে যাত্রীদের উঠতে হয়। অনেককে প্লাটফর্মে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

যাত্রীচাপ বিবেচনা ও তাদের ভোগান্তি কমাতে ট্রেন চলাচলের সূচিতে মেট্রো কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে। শনিবার (১৭ফেব্রুয়ারি) থেকে পিকটাইমে ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর ছাড়ছে ট্রেন।

যাত্রীরা বলেন, 'আমাদের যাতায়াতে এখন আরও সুবিধা হবে। আগে যেমন ঠেলাঠেলি করে উঠতে হতো, এখন আর সেটা হবে না। সময় কমিয়ে আনার ফলে আমরা অনেক সুবিধা পাচ্ছি।'

মধ্যবর্তী স্টেশন হতে ট্রেনে ওঠা যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি। কাজীপাড়া ও শেওড়াপাড়ার যাত্রীরা জানান, সকালে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেন যখন এই স্টেশনে থামে; তখন ওঠার মতো পরিস্থিতি থাকছে না। নতুন সূচিকে স্বাগত জানালেও ট্রেন ছাড়ার সময় আরও কমিয়ে আনার দাবি তাদের।

যাত্রীরা আরও বলেন, 'ট্রেনে প্রচুর ভিড় থাকে; ওঠার কোন সুযোগই থাকে না। আরও এক-দুইটা কোচ বাড়ালে আমাদের অনেক উপকার হবে। অন্তত ১১টা পর্যন্ত পাঁচ মিনিট পরপর আসা উচিত।'

মেট্রো কর্তৃপক্ষের তথ্য বলছে, ৬ কোচের প্রতি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে। সব মিলিয়ে দিনে উত্তরা-মতিঝিল ১৫২ বার যাতায়াত করে মেট্রোরেল । শনিবার থেকে নতুন সময়ে ট্রিপ বাড়লো ২৬টি।