এখন ভোট
0

স্বতন্ত্র প্রার্থীদের বাধা দিলে অ্যাকশনে যাবে ইসি

ঢাকা

নির্বাচনে সামান্য কারচুপি পেলে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

প্রতিদিনই নির্বাচন কমিশনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আসছে। এছাড়া প্রচারণায় বাধা ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ রয়েছে ।

ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুলের ইসলাম অভিযোগ করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা তার সমর্থককে কুপিয়ে আহত করেছেন। একই অভিযোগ করেছেন রাজশাহী-৪ ও যশোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীরা।

এসব অভিযোগ নিয়ে শনিবার (২৩ ডিসেম্বর) ইসিতে বৈঠকে বসেন ৩ নির্বাচন কমিশনার। বৈঠক শেষে কমিশনের অতিরিক্ত সচিব জানান, হামলার ঘটনায় পুলিশের নির্লিপ্ততার প্রমাণ পেয়েছে ইসি। তাই ঝিনাইদহের শৈলকূপা ও হরিনাকুণ্ড থানার ওসিদের প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বাধা দিলে একশনে যাবে ইসি, প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।

ইসি বলছে, যেকোন অভিযোগ নির্বাচন কমিশনে আসলে রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট এসপির কাছে পাঠানো হবে। এছাড়া তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা এবং প্রার্থীদের নিয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে তিনি বলেন, কোন কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ভোট বন্ধ করে দেবে কমিশন।

নানা কারণে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে মন্তব্য করে সিইসি আরও বলেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'প্রচারণার সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। প্রশাসনকে এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। কোন কেন্দ্রে একটি ভোট কারচুপির খবর আসলে সে কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যাবে।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর