ইন্টারনেটের দাম কমালো তিন মুঠোফোন অপারেটর

ইন্টারনেট
ইন্টারনেট | ছবি: সংগৃহীত
0

মুঠোফোন কোম্পানিগুলোর ইন্টারনেট প্যাকেজের রয়েছে নানাধরন আর অফার। এসব অফার নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে অসন্তুষ্টি। এছাড়া মেয়াদ নিয়েও রয়েছে অভিযোগ।

গত সেপ্টেম্বরে বিটিআরসি অপারেটরগুলোকে ইন্টারনেটের মেয়াদ নির্দিষ্ট করার নির্দেশনা দেয়। বলা হয়, বাদ দিতে হবে ৩ ও ১৫ দিনের মেয়াদের প্যাকেজ।

নির্দেশনার আলোকে গত ১৫ অক্টোবর দেশের মুঠোফোন অপারেটরগুলো নতুন করে ৭ ও ৩০ দিন মেয়াদের প্যাকেজ ঘোষণা করে । এতে নতুন করে অভিযোগ ওঠে, অতিরিক্ত দামে ইন্টারনেট বিক্রির। অবশেষে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক তাদের ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে।

তিন অপারেটরের ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্যাকেজ থেকে জানা যায়, ১৫ অক্টোবর ঘোষিত রবির নির্ধারিত ৭ দিনের এক জিবি প্যাকেজের দাম ছিল ৬৮ টাকা, ২০ টাকা কমিয়ে নতুন দাম করা হয়েছে ৪৮ টাকা।

গ্রামীণফোনের ৭ দিনের ৬৯ টাকার এক জিবি প্যাকেজে কমানো হয়েছে ২১ টাকা। প্যাকেজের নতুন দাম ৪৮ টাকা। অন্যদিকে বাংলালিংক আগের দামেই অর্থাৎ ৬৮ টাকায় এক জিবির পরিবর্তে দেবে দুই জিবি।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) এক বিবৃতিতে জানিয়েছে, বিটিআরসির নির্দেশনা অনুযায়ী প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। বিটিআরসির নির্দেশনার আলোকে কোম্পানিগুলো নতুন দাম নির্ধারণ করেছে।

সেজু