এম এইচ থ্রি সেভেন জিরোর খোঁজে আবারো অনুসন্ধানে নামছে মালয়েশিয়া
কোন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনা ছাড়াই আকাশ থেকে কর্পুরের মতো উবে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ‘এম এইচ থ্রি সেভেন জিরো’র খোঁজে আবারও অনুসন্ধান শুরু করতে যাচ্ছে দেশটি। টেক্সাসের রোবটিক্স কোম্পানি ওশান ইনফিনিটিকে দেয়া হচ্ছে এর দায়িত্ব। ১০ বছর আগে উধাও হওয়া বিমানটির গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ খুঁজে পেলে এ প্রতিষ্ঠানকে দেয়া হবে ৭ কোটি ডলার। ২০১৮ সালে সবশেষ এই বিমানটির খোঁজে অনুসন্ধান চালানো হয়েছিলো।