ক্রেতাদের অভিযোগ পণ্যের প্রকৃত দাম ও বাস্তবতার মিল নেই। সঠিক তদারকি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়াচ্ছে পণ্যের।
কয়েকজন ক্রেতাদের মধ্যে একজন বলেন, 'কোনো উন্নতিই নাই, শুধু দাম বাড়তেছে।'
আরো একজন বলেন, 'দামগুলো যদি একইরকম থাকে তাহলে যারা হঠাৎ বাজারে আসে তারাও বিস্মিত হয় না। আবার যারা প্রতিদিন কেনাকাটা করে তারাও বুঝলো তাদের বাজেটটা কত।'
একদিন একটু ম্যাজিস্ট্রট আসে তারপর আর ৬মাস একবছরেও আর দেখা পাওয়া যায় না বলেও জানান এক ক্রেতা।
রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার। বেশিরভাগ দোকানেই মূল্য তালিকা প্রদর্শনে নেই তোড়জোড়। তালিকা থাকলেও নেই ব্যবহার।
দোকানিরা বলেন, 'আজকের মূল্য তালিকা দেওয়া হয়নি কিন্তু প্রতিদিন দেয়া হয়।'
প্রতিদিনের মূল্য তালিকা স্লিপ দেখে দেয়া হয়। সেখানে কেনার দাম এবং বিক্রির দাম দেয়া থাকে বলেও জানান এক বিক্রেতা।
মূল্য তালিকা নিয়ে খোদ দোকানিদের রয়েছে ঘোর আপত্তি। তারা বলছেন, এর সঙ্গে নেই বাস্তবতার মিল। মূল্য তালিকা আছে কিন্তু সঠিক মূল্য তালিকা নেয়। মূল্য তালিকার সাথে পণ্যের মূল্য তালিকার মিল নাই।
কারওয়ান বাজারে সরবরাহ স্বাভাবিক থাকায় মুরগির ডিমের দাম কমেছে। গত কয়েক মাস ধরে সবজির দাম বাড়তি থাকলেও গত দুই তিন সপ্তাহ ধরে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে সবজি।
অদূরে হাতিরপুল বাজারে চড়া মূল্য। স্বল্পদূরত্বের এ বাজারে প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিক্রেতাদের নানা অজুহাত মানতে নারাজ ক্রেতারা।
বিক্রেতারা জানান, যে ১০ টাকা বেশি কমে আনতে পারে সে ১০ টাকা কমে বিক্রি করে।
ঢাকার যেকোনো বাজারের তুলনায় হাতিরপুল বাজারে নিত্যপণ্যের বাজারের দাম বেশি রাখে বলেও জানান আরো এক বিক্রেতা।
কারওয়ান বাজার থেকে ১ কিলোমিটারও কম দূরত্বের হাতিরপুল বাজারের পণ্যের এমন চড়া মূল্য প্রশ্নের মুখে ফেলেছে বাজার ব্যবস্থাপনাকে। তথ্য বলছে, কারওয়ান বাজার থেকে পণ্য সংগ্রহ করে থাকেন এখানকার দোকানিরা। তদারকি বাড়ানোর জোর দাবি ভোক্তাদের।