শেখ হাসিনার মিথ্যা-বানোয়াট বক্তব্যে সরকারের প্রতিবাদ, ভারতকে ব্যবস্থা নেয়ার আহ্বান

দেশে এখন
0

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে অব্যাহতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিথ্যা ও বানোয়াট বক্তব্যের জন্য ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এ ধরনের বক্তব্য বাংলাদেশে অস্থিতিশীলতা উসকে দিচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তর করা এক প্রতিবাদ লিপির মাধ্যমে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য বাংলাদেশের প্রতি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং এটি জনগণের অনুভূতিকে আঘাত করেছে। যা ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ক্ষতিকারক।

শেখ হাসিনার এ ধরনের বক্তব্য প্রতিরোধে ভারত সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

এএম