তিনি বলেন, ‘রাজনৈতিক সুবিধা নেয়ার প্রবণতার কারণেই সাংবাদিকদের ঐক্য নষ্ট হয়েছে যার ফলে সংবাদকর্মীদের অধিকার রক্ষা হচ্ছে না।’
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘আওয়ামী শাসনামলে অনেক গণমাধ্যম কর্মী অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছেন। এখনো অনেকের মধ্যে স্ব নিয়ন্ত্রণের অভ্যাস রয়ে গেছে। তাই গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই পর্যালোচনা করতে হবে।’
সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসির সদস্য ও নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির প্রতি সংহতি জানান জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই।
এ সময় স্বামী হত্যার বিচার চান জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী।