দেশে এখন
0

সরে যাচ্ছে শাহবাগ থানা!

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আওতায় শাহবাগ থানা নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, যতটা সম্ভব ছোট জায়গা নিয়ে থানা করা হবে, পাশাপাশি ফুলের মার্কেটটি পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শাহবাগ থানা স্থানান্তরের বিষয়ে শেখ আব্দুর রশীদ বলেন, ‘সাকুরা বারের কাছাকাছি শাহবাগ থানা স্থানান্তরের আগে যে কথা উঠেছিল তা আর হচ্ছে না। কারণ সেটি কার্যকর হবে না বলে মনে করছেন উপদেষ্টা পরিষদ।’

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ পরিদর্শন করে শাহবাগ থানার জায়গা ঠিক করবেন, সেটি ঢাকা ক্লাবের দিকে স্থানান্তর হতে পারে। ঐতিহাসিক স্থাপনাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ওপর আন্তর্জাতিক মানের তথ্যচিত্র নির্মাণ করবে বাংলাদেশ টেলিভিশন। আজকের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এএম