দেশে এখন
0

ডিসেম্বর থেকে সংস্কার কাজ শুরু, এরপরই নির্বাচনী রোডম্যাপ

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আর পরিবেশ উপদেষ্টার ইঙ্গিত, ডিসেম্বর থেকে শুরু হবে সংস্কার কাজ। এরপরই নির্বাচনী রোডম্যাপ। রিজওয়ানা হাসান বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে সংস্কারই অপরিহার্য। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, আগামী নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় অন্তর্বর্তী সরকারকে সেই পরামর্শ দেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে, তেমন কোনো ইঙ্গিত নেই এখনো। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। ভোট অনুষ্ঠানের জন্য সামগ্রিক কার্যক্রমও এগিয়ে যাচ্ছে সমানতালে। তবে সংস্কার নাকি নির্বাচন? কোনটি হবে আগে, সুরাহা হয়নি এই আলোচনারও।

আজ (সোমবার, ১১ নভেম্বর) আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনার সাথে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

বৈঠক শেষে সাবেক সিইসি বলেন, নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তি নিয়োগ এবং আইনের সঠিক প্রয়োগ হলে বিদ্যমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর সংস্কার কমিশনের প্রধান জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ নিয়ে সংস্কার কাজ চলমান রয়েছে।

এদিকে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলেই ডিসেম্বরে সংস্কার শুরু হবে, এরপরই নির্বাচন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘তারা তাদের প্রতিবেদনগুলো দিবেন। ডিসেম্বরে আশা করছি সংস্কার শুরু হবে, এরপরই নির্বাচন।’

অন্যদিকে, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ হচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না।’

একদিকে সংস্কারের কাজ চলমান। অন্যদিকে নির্বাচন কমিশনার নিয়োগে কাজ করছে অনুসন্ধান কমিটি। আপাতত উপদেষ্টাদের দেয়া ইঙ্গিত বলছে, সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের দিকে এগোবে অন্তর্বর্তী সরকার।

ইএ